শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা কোষ্টগার্ড সদস্যসহ আহত-১৫

হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলায় জেলেদের হামলায় আহত হয়েছেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অভিযানিক দলের কোষ্টগার্ড, কর্মকর্তা-কর্মচারী সহ একাধিক সদস্য । এসময় অভিযানিক দল বহনে নিয়োজিত দুটি স্পিডবোর্ট লক্ষ করে হামলা করে ইলিশ ডাকাতরা। আত্মরক্ষার্থে কোস্টগার্ড ৮রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

রবিবার ৩:৩০ টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন সংলগ্ন মূল মেঘনায় এই হামলার ঘটনা ঘটে। উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো:সাইফুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

এদিকে হামলার সাথে জড়িত ২৩জন জেলেকে আটক করে তাদের মধ্যে ১১জনকে ৬মাসের কারাদণ্ডাদেশ এবং ১২ জনকে অর্থদন্ড করা হয়।

রবিবার রাতে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দেন।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন, ধুলখোলা ইউনিয়নের মূল মেঘনায় অবৈধ জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় আমাদের অভিযানিক দলের ওপর ধারালো দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জেলেরা। এসময় হামলায় অভিযানে ব্যবহৃত স্পিডবোট লক্ষ্য করে অতর্কিত হামলা করে ইলিশ ডাকাতরা। হামলায় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ওকোস্টগার্ডের ১৫ জন সদস্য আহত হয়েছেন। স্পিডবোর্ড ড্রাইভার সোহেল গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানান, মৎস্য ও কোষ্টগার্ডের যৌথ অভিযানিক দলের উপর যেসকল জেলে হামলা চালিয়েছে তারা প্রত্যেকে ইলিশ ডাকাত। রবিবার দুপুরে পার্শ্ববর্তী হিজলা উপজেলার আওতায় মেঘনা নদী ফাঁকা পেয়ে একদল জেলে জাল ফেলে মাছ শিকার করতে থাকেন। খবর পেয়ে মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযানিক দল ঘটনাস্থলে আসা মাত্র তাদের ওপর হামলা চালায় জেলেরা। হামলার একপর্যায়ে জেলেরা ২০ টি ট্রলার নিয়ে স্প্রিডবোটে হামলা চালায় এসময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য ইলিশের উৎপাদন বাড়াতে গত ৪অক্টোবর থেকে আগামী ২৬অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য নদী ও সমুদ্রে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *