বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মেহেন্দিগঞ্জে দরিদ্রদের নতুন ঘর হস্তান্তর করলেন জামায়াত নেতা

মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক::

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া ইউনিয়নের পশ্চিম সুলতানী গ্রামের বাসিন্দা মোঃ বেলাল মাঝী, উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা মিন্টু খলিফা ও পূর্ব হর্নি গ্রামের বাসিন্দা মোঃ আবুল হাসেম মাঝী জরাজীর্ণ ঘরে পরিবারসহ চরম মানবেতর জীবনযাপন করছিলেন।
বিষয়টি জানার পর তাদেরকে বসবাসের জন্য নতুন টিনশেড ঘর নির্মাণের উদ্যোগ গ্রহন করে স্বেচ্ছাসেবী সংস্থা ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক ব্যারিস্টার সৈয়দ ইমরান হোসাইন।
রবিবার (১৯ অক্টোবর ) দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ঘরগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করে হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ উলানিয়া আদর্শ সমাজ পরিষদের সভাপতি ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক তালুকদার। সঞ্চালনা করেন ঢাকাস্থ উলানিয়া আদর্শ সমাজ পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আবুবকর।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আমজাদ হোসেন, উত্তর উলানিয়া ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম সিকদার প্রমুখ।
এছাড়াও উপজেলা-ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, ইকরা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *