বুধবার, জুলাই ১৬, ২০২৫

জমজম নার্সিংয়ের গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

মুন্সী এনাম ।।

বরিশাল জেলার প্রথম বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান জমজম নার্সিং কলেজ তার প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে। কলেজটির বিএসসি ইন নার্সিং কোর্সের প্রথম ব্যাচ সফলভাবে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম সম্পন্ন করায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে ছিল আলোচনা সভা, কোর্স সমাপন উপলক্ষে স্মারক প্রদান, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ‘র‌্যাগ ডে’ বা বিদায়ী উৎসব।

অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে গ্র্যাজুয়েশন ক্রেস্ট তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস.এম. সাজ্জাদুল হক। তিনি বলেন, ‘এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত আবেগঘন ও আনন্দময়। আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা আজ সফলভাবে তাদের শিক্ষা জীবন সম্পন্ন করেছে এবং এখন তারা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ এটাই আমাদের গর্ব।

২০১২ সালে প্রতিষ্ঠিত জমজম নার্সিং কলেজ বরিশাল নগরীর প্রথম বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে নার্সিংসহ চিকিৎসাবিষয়ক একাধিক বিভাগে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি কোর্স পরিচালিত হয়। কলেজটি ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ও তত্ত্বাবধানে বিএসসি ইন নার্সিং কোর্স চালু করে। পাঁচ বছর পরে এ কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জন করে এবং সেই উপলক্ষে আয়োজিত হয় বিদায়ী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক সংগঠক মিজানুর রহমান তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের বরিশাল বিভাগীয় প্রধান মোঃ সাইফুল্লাহ সাহেদ। সভাপতিত্ব করেন কলেজের চেয়ারম্যান এস.এম. সাজ্জাদুল হক। অনুষ্ঠানে নবনিযুক্ত তরুণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালিস মাহমুদসহ অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের এই শিক্ষার্থীরা এখন শুধু ডিগ্রিধারী নয়, তারা হলো প্রশিক্ষিত, মানবসেবায় অঙ্গীকারবদ্ধ দক্ষ পেশাজীবী। তারা দেশের বোঝা নয়, বরং এক একটি সম্পদ’ এটাই আমাদের কলেজের সফলতা।

আরো পড়ুন

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

আজিম উদ্দিন খান, লালমোহন ভোলা প্রতিনিধি।। যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *