শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

অসহায় মানুষদের সহায়তা শুধু একদিন নয়, সব সময় করতে হবে: নুরুল ইসলাম নয়ন

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ০৪ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অসহায় মানুষদের সহযোগিতা আমাদের পক্ষ থেকে যেন একদিনের জন্য না হয়, তাদের জন্য আর্থিক সংগতি যতটুকু প্রয়োজন ততটুকু যাতে ভবিষ্যতেও ব্যবস্থা করতে পারি এটা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকালে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে উপজেলা বিএনপির মানবিক হেল্পসেল কর্তৃক ৩ শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে লুঙ্গি-শাড়ি ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, তাদেরও প্রতিদিন খেতে হয়, প্রতিদিন কাপড় পরতে হয়, অসুস্থ মানুষদের প্রতিদিন ঔষধ খেতে হয়।

এজন্য তাদেরকে সহযোগিতা শুধু একদিন নয় – সব সময় করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের পাশে দাড়াতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব। যুবদলের সিনিয়র এ নেতা আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নাগরিকের কাছে কীভাবে রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করছেন।

আপনারা দোয়া করবেন বিএনপি যাতে সরকার গঠন করে রাষ্ট্রের সকল সুবিধা নাগরিকের পৌঁছে দিতে পারে। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সহ- সভাপতি হেলাউদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন,

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

 

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *