শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বরিশাল মেট্রোপলিটন কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মেট্রোপলিটন কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শুক্রবার সকাল ১০টায় কলেজ অধ্যক্ষ এসএম আলী নেছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির আহবায়ক ও চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রব ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী অনুশাসন মানার মাধ্যমেই মানব জীবনের কল্যাণ নিহিত রয়েছে, বর্তমান সমাজে ছাত্র ও অভিভাবকদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে যা ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমেই দূর করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন কলেজ পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম  বিভাগের সিনিয়র প্রভাষক কাওছার হোসেন, পৌরনীতি ও সুশাসন বিষয়ের সিনিয়র প্রভাষক আতিক মাহমুদ, বায়োলজির সহকারী অধ্যাপক শিরিন সুলতানা, ইংরেজি প্রভাষক রাহেলা আক্তার, বাংলা প্রভাষক কাওছার সিকদার, ইতিহাস প্রভাষক নুসরাত জাহান শিলা, পদার্থবিদ্যা প্রভাষক মোহাম্মদ আরাফাত সহ অন্যান্য শিক্ষকমন্ডলী

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *