বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
সাভারের ভয়াবহ জুলাই গণহত্যা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা এবং সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহম্মেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৫নম্বর আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ১১টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা চত্বরে “জুলাই যোদ্ধা রাজাপুর উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধার মধ্য থেকে মুসা, মোস্তাফিজ, আব্দুল আলীম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, বিএনপি নেতা টুকু মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সেক্রেটারি মাওলানা বাইজিদ, জামায়াত নেতা আব্দুল আলীম, উপজেলা ছাত্রশিবির সভাপতি সোলায়মান প্রমূখ।

বক্তারা বলেন, নিহত আলিফ আহম্মেদের বাবা সাভার মডেল থানায় যে মামলা করেছেন, তাতে রাহুল চন্দকে ৫নম্বর আসামি করা হয়েছে। একজন মামলার আসামিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া প্রশাসনের জন্য কলঙ্কজনক।

তারা আরও বলেন, সাভারের ওই নৃশংস হত্যাযজ্ঞে মূল নির্দেশদাতা ছিলেন রাহুল চন্দ অথচ তিনি এখনো বহাল তবিয়তে সরকারি পদে রয়েছেন। বক্তারা অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাভারের জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসঙ্গে রাহুল চন্দকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে অব্যাহতি দেওয়ারও দাবি ওঠে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।