নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বরিশালে কন্যাশিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় নগরীর বিডিএস ক্লাব সভাকক্ষে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্পিতা চক্রবর্তী।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক লুসি কান্ত হাজং।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালককে এম আখতারুজ্জামান তালুকদার, জেলা শিক্ষা অফিসার মো. হারুন-অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাজাহানারা পারভিন শিল্পী, বরিশাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম এবং বরিশাল সদরের তথ্য প্রকল্প কর্মকর্তা মাহবুবা শিকদার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াদা সংস্থার প্রোজেক্ট ফোকাল পার্সন মো. আল-আমীন সরদার।
কর্মশালার আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে ২৫টি নারী সংগঠনের নেতৃত্ব ও বিভিন্ন এলাকার ১১০ জন কন্যাশিশু অংশগ্রহণ করে।
এবারের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ছিল—“আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই, সংকটের সামনের সারিতে মেয়েরা।” বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ ও সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির উপরও তারা গুরুত্বারোপ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।