শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষক ফোরামের মতবিনিময় সভা

বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪অক্টোবর) সকাল ৯টায় বোরহানউদ্দিন ইসলামিয়া মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মির্জাকালু ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নূর নবী। এতে হাকিমুদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আল আমিন, ছোট মানিকা ফাযিল মাদ্রাসার শিক্ষক মোঃ নজরুল ইসলাম, গরীব মাঝি দাখিল মাদ্রাসার সুপার মোঃ ওহিদুর রহমান, দালালপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ নূরনবীসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “এই বিজয় সকল শিক্ষক সমাজের বিজয়।” তারা দেলোয়ার হোসেন আজিজীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে ১৫শতাংশ বাড়ি ভাতা অর্জন করেছেন, যা আট দিনের আন্দোলনের ফসল।”

বক্তারা জামিয়াতুল মোদারেসিনের সভাপতি মোঃ বাহাউদ্দীনের সমালোচনা করে বলেন, “তিনি শিক্ষক নন, তাই শিক্ষকদের দুঃখ-কষ্ট বুঝতে পারেন না।”

সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেন আজিজীকে ভোলা জেলার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য ঢাকায় ‘আল ফালাহ’ নামের প্রতিষ্ঠান গঠনের বিষয়েও আলোচনা হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *