মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক ও সমাজসেবক মো. সাইদুল ইসলাম সাঈদ (কাজী সাঈদ)। ‘সততাই ব্যবসার মূলধন’ এই শ্লোগানকে ধারণ করে তিনি বাজারের ব্যবসায়ীদের জন্য ১৫ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।
কাজী সাঈদ তার প্রতিশ্রুতিতে বলেছেন, চাঁদাবাজি, হয়রানি ও ভাড়া সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজারের নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করবেন তিনি।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার ছেলে বা ভাই কেউ বাজার কমিটির নেতৃত্বে আসবে না। কোনো পক্ষপাত নয়, সবার জন্য সমান সুযোগ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করব।
তার ঘোষিত ১৫ দফা অঙ্গীকারের মধ্যে রয়েছে, বাজারে নিরাপত্তা টহল ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়ন, যানজট নিরসনে পার্কিং এলাকা তৈরি, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া, পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে শৃঙ্খলা বজায় রাখা, এবং বাজার উন্নয়নে সবার মতামতকে প্রাধান্য দেওয়া।

কাজী সাঈদ বলেন, স্বচ্ছ হিসাব, সৎ নেতৃত্ব ও উন্নয়নমুখী কার্যক্রমই হবে আমার প্রতিটি সিদ্ধান্তের মূলভিত্তি। ব্যবসায়ীদের ঐক্যই বাজারের শক্তি। আসুন, উন্নত, নিরাপদ ও সুশৃঙ্খল আলীপুর বাজার গড়তে একসাথে কাজ করি।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানান, ভোট দিন ন্যায়, উন্নয়ন ও ঐক্যের পক্ষে ‘হরিণ মার্কায়’ ভোট দিয়ে আমাকে আলীপুর বাজারের উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
উল্লেখ্য, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১নভেম্বর। ভোটকেন্দ্র আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।