শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তহসিলদার মহসিন উদ্দিনের সীমাহীন দুর্নীতিতে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

অশোক সেন, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মহসিন উদ্দিন শেখ এর বিরুদ্ধে ঘুস গ্রহণ, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের ব্যাপক অভিযোগ উঠেছে। সম্প্রতি এসব অভিযোগের প্রতিবাদ করায় ওই কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হয়েছেন ভুক্তভোগীরা। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন এমন ব্যক্তির সংখ্যা অনেক।

সূত্র বলছে, উলপুর ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করার পর থেকেই মহসিন উদ্দিন সীমাহীন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া কোনো কাজ হয় না এখানে। অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এমন মাত্রায় পৌঁছেছে যে, অনেক ক্ষেত্রে ঘুস দেওয়ার পরও কাজ হয় না। সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতে নানা কৌশল অবলম্বন করেন তার পালিত সিন্ডিকেট । নামজারি, খারিজসহ অন্যান্য কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘুস-দুর্নীতির মহোৎসব প্রকাশ্যেই চলছে উলপুর ইউনিয়ন ভূমি অফিসে।

এই অফিসে তহশিলদার মফিজ উদ্দিনের অনিয়মই নিয়ম। কেউ নামজারি করতে চাইলে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়েই করতে হবে। নইলে জমির কাগজপত্র সঠিক থাকলেও মেলে না নামজারি বা মিউটেশনের সহযোগিতা। পাশাপাশি কাগজপত্রে সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে নিজে এবং দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করছেন। পরিস্থিতির শিকার হয়ে মহসিন উদ্দিনের ‘আইন’ মানতে বাধ্য হন সেবা নিতে আসা এখানকার সাধারণ মানুষ।

গত ২৯ শে সেপ্টেম্বর ২০০২৫ ইংরেজি তার অনিয়ম, দুর্নীতির এবং সরকারি খাল ভরাট করে পাকা বাড়ি নির্মাণ অনিয়ম প্রসঙ্গে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি উদ্ধতন কর্তৃপক্ষ, এতে করে আরও বেপরিয়া হয়ে উঠেছেন তিনি ও তার সিন্ডিকেট।

উলপুর মিনাপাড়ার বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ভূমিদস্যু খ্যাত, প্রভাবশালী ইনায়েত হোসেন মিনা (৫০) উলপুর বাসস্ট্যান্ডে সংলগ্ন সরকারি জায়গা দখল করে, বাজার মালিক সমিতির নিয়ম শৃঙ্খলাকে অমান্য করে নির্মাণ করছেন পাকা দোকান ঘর। দোকান মালিক সমিতির অভিযোগ তহসিলদের মহসিন উদ্দিনের সঙ্গে আতোৎ করে পাকা দোকান নির্মাণ করছেন ইনায়েত মিনা।

তার দখলদারির বিরুদ্ধে-” তহসিলদারকে বাজার মালিক সমিতির পক্ষ থেকে বারবার অনুরোধ জানালেও, তিনি কোন ব্যবস্থাই নিচ্ছেন না। এতে করে চরম ক্ষিপ্ত হয়েছেন এখানকার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এখানকার শতশত দোকানদার ও এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে তহসিলদার মহাসিন উদ্দিনের কথা হলে, তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। সরকারি জায়গা দখল করে কিভাবে প্রকাশ্যে পাকা দোকান নির্মাণ হচ্ছে, এমন প্রশ্ন করলে তিনি বলেন,- এনায়েত হোসেন মিনা যে জায়গায় পাকা ভবন নির্মাণ করছেন, তার অধিকাংশের ডিসিআর রয়েছে। তিনি অকপটে স্বীকার করেছেন- তার বাইরে গিয়েও সরকারি জায়গায় পাকা ইমারত ভবন নির্মাণ হচ্ছে। তবে তার পক্ষে অনেক তদবির রয়েছে এজন্য তিনি নাকি ব্যবস্থা নিতে পারছেন না।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *