শনিবার, মে ১৭, ২০২৫
GREPTAR
GREPTAR

গৌরনদীর দুই কাউন্সিলরসহ-৫ জন কুয়াকাটায় গ্রেফতার

উজিরপুর প্রতিনিধি॥
বরিশালের গৌরনদী পৌরসভার দুইজন কাউন্সিলরসহ ছাত্র ও যুবলীগের পাঁচ নেতাকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার  করেছে পুলিশ।
 শুক্রবার (৮নভেম্বর) দুপুরে গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে গ্রেফতার কৃতরা নিজ নিজ এলাকা ছেড়ে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতার   কৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া। তিনি বলেন, কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারি, পৌর যুবলীগের সদস্য এইচএম টিপু ও সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে গ্রেফতার কৃতদের গৌরনদী থানায় আনার পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে , গ্রেফতার কৃতরা সবাই স্থানীয় সাবেক সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর সেকেন্ড ইন কমান্ড গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র (সম্প্রতি গ্রেফতারের পর জেল হাজতে থাকা) হারিছুর রহমানের অনুসারী।

আরো পড়ুন

মহাবীর মুহাম্মাদ বখতিয়ারের বঙ্গবিজয়ের ৮২০ তম বার্ষিকী

আযাদ আলাউদ্দীন ।। আজ ১০ মে, মুহাম্মাদ বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের ৮২০ তম বার্ষিকী। ১২০৫ সালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *