শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
Mukul
Mukul

ভোলা-২ সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

বোরহানউদ্দিন প্রতিনিধ॥

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা-২ আসনের(দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

আরো পড়ুন

ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ভোলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *