জাহাঙ্গীর আলম।।
জুলাই সনদের আইনী ভিত্তি ও দ্রুত বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।
সোমবার (২৭অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচী অনুযায়ী দল দুটি পৃথক পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল পুর্ব প্রেসক্লাব চত্ত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তৃতা করেন জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের এমপি প্রার্থী ও বরিশাল বিএমকলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, ডা. মাওলানা হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর সেক্রেটারী মো. শাহাবুদ্দিন খলিফা।

সমাবেশ শেষে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ারসার্ভিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভের সমাপ্তি করা হয়।
অপরদিকে আছর নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তৃতা করেন, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সেক্রেটারী মাওলানা ইব্রাহিম আল হাদী, শ্রমিক আন্দোলন সভাপতি মো. আব্দুল কুদ্দুস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ছাত্রআন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ নেতৃবৃন্দ।
বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনী ভিত্তিসহ ৫দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি অমান্য করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।