ভোলা প্রতিনিধি //
ভোলায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু । এমন এক ঘটনায় স্বজনরা হামলা ভাংচুর চালিয়েছে ওই ক্লিনিকে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় বন্ধন হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) বন্ধন হেলথ্ কেয়ার ক্লিনিকে ভর্তি হন।
নিহতের স্বজনদের অভিযোগ ভোলা শহরের বন্ধন হেল্প কেয়ার ক্লিনিকে সিজারিয়ানের পর রোগীর রক্তের গ্রুপ যাচাই ও ক্রস ম্যাচিং না করেই তাকে ‘ ও পজেটিভ ‘ এর পরিবর্তে ‘ বি পজেটিভ ‘ রক্ত দেওয়া হয়। ভুল রক্ত দেওয়াতে রোগীর অবস্থার অবনতি হলে তাকে বরিশালের রেফার করা হয়।
সেখানে আইসিইউ ও লাইফ সাপোর্টে চারদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ১২ জানুয়ারী সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তার (২২) মৃত্যু হয়।
রোগীর স্বজনদের দাবি ডেথ সার্টিফিকেটে ভুল রক্ত প্রয়োগের কারণে মৃত্যুর হয়েছে উল্লেখ আছে। তবে মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর পরই ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তাদের কোনই বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের সামনে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দিয়ে একপর্যায়ে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে কিছু আসবাবপত্র ভাংচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থ হলে ছুটে আসেন ভোলা থানা পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ হারলেও এই ঘটনায় ওই এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউদ্দিন আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অভিযোগগুলো খতিয়ে দেখে পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, চিকিৎসার অবহেলা জনিত কারণে রোগী মৃত্যুর ঘটনাটি কোন নতুন কিছু নয়।ওই সকল প্রতিষ্ঠানগুলোতে সেবার নামে চলছে রমরমা ব্যবসা। কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতি কোনো ধরনের তদারকি না থাকার কারণে সেগুলোতে চলছে নানান অনিয়ম দুর্নীতি। এমনকি বিগত দিনেও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটেছে এমন অভিযোগ উক্ত প্রতিষ্ঠানের নামে রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।