শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

২৩০ টন বর্জ্য অপসারণ করেছে বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র ঈদ উল আজহার প্রথম দিনেই বরিশাল নগরীতে পশু জবাইয়ের সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের ৭ শতাধিক কর্মী এই অপসারণ কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরীর যেসব স্থানে পশু কুরবানি করা হয়েছে- সেই স্থানটি ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একদিনেই তারা কুরবানী পশুর সর্বমোট ২৩০ টন বর্জ্য অপসারণ করেন।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, নগরের বগুড়া রোড এলাকা থেকে শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ২০২টি স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছিলো।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, বরিশাল সিটি করপোরেশনের ৭০০ পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত ছিলেন। মোট ২৫টি ময়লার ট্রাক, ১২০টি ভ্যান বক্স, ৩টি পানির ট্রাক ও ৪টি পে-লোডারের মাধ্যমে বর্জ্য অপসারণের কাজ করা হয়। এরপর ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় নগরীর সড়কগুলো।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *