নিজস্ব প্রতিবেদক।।
মামলা সচল করে পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।
২০০৬ সালের ২৮অক্টোবর ঢাকাসহ সারাদেশে তান্ডব ও নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং গণহত্যায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৯অক্টোবর ঢাকায় একটি সমাবেশ করে শেখ হাসিনা ২৮অক্টোবর সারাদেশের সকল আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানান, সেই আহ্বানে আওয়ামী সন্ত্রাসীরা লগী বৈঠা নিয়ে নিরীহ জামায়াত কর্মীদের উপর হামলা চালায়। মানুষ হত্যার এই চরম নিষ্ঠুরতা সেদিন পৃথিবীবাসি অবলোপন করে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পথ হারিয়ে ফেলে আমাদের এই জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমরা আজকের প্রোগ্রাম থেকে দাবি জানাতে চাই অনতিবিলম্বে মামলা সচল করে খুনী ও সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়বে। হাসিনা ভেবেছিল মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকবে কিন্তু জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়ে হাসিনাকে টেনে নামিয়েছে সুতরাং আগামী দিনেও যারা সন্ত্রাস দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে এটা হবে তাদের জন্য চরম শিক্ষা।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন ও বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার গীর্জামহল্লাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে জেলখানা মোরে এসে শেষ হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।