শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
pirojpur
pirojpur

পিরোজপু‌রে দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরপুর থানা পুলিশের এসআই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর-গোপালগঞ্জ মহাসড়কের চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।

নাজিরপুর থানার প্রেস রিলিজে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তাদের আসার উদ্দেশ্য বা কারা তাদের নিয়ে এসেছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে, কীভাবে তারা এখানে এসেছে এবং কেন, তা তদন্ত করা হচ্ছে।”

আরো পড়ুন

নেছারাবাদে কম্বল বিতরণ: দুঃস্থদের সেবায় ট্রলার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা

নেছারাবাদ প্রতিনিধি শীতবস্ত্র বিতরণ ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের জিলবাড়িতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *