শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে একই পরিবারের ৪সদস্যের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎​বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চারজন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এক নতুন জীবন শুরু করেছেন।

‎​দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও শিক্ষা সম্পর্কে জানার পর, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা এই শুভ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ​গত বুধবার (২৯অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাহাদাত পাঠের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। আবেগঘন পরিবেশে এলাকাবাসী তাদের এই নতুন ধর্মীয় জীবনকে স্বাগত জানান।

‎ধর্মান্তরিত পরিবারের সদস্যরা হলেন— সমির দত্ত (নতুন নাম ওমর আলী), তার স্ত্রী অঞ্জলি রানী দত্ত (আয়শা বেগম), মেয়ে স্বর্ণা রানী দত্ত (মরিয়ম আক্তার) এবং ছেলে শুভ দত্ত (আব্দুল্লাহ)।

‎​পরিবারের কর্তা, এখনকার ওমর আলী, তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ​”আমরা দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও মানবতার শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করেছি। অবশেষে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ।”

‎​স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা এই সিদ্ধান্তকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এটি এই পরিবারের জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায়।

‎​তারা নবধর্মী পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ্‌ যেন তাদের সবাইকে নবীজির (সঃ) উম্মত হিসেবে কবুল করেন এবং নতুন জীবনে সুখ-শান্তি দান করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *