বিশেষ প্রতিবেদক॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুনজেরহাট আল হিকমাহ মডেল মাদরাসার উদ্যোগে সময়ের জনপ্রিয় শিল্পী জাহিন ইকবালকে সংবর্ধনা প্রদান করা হয়।
১৮ ডিসেম্বর বুধবার রাত ৮টায় মাদরাসা মিলনায়নে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন আল হিকমাহ’র চেয়ারম্যান ও মুক্তবুলি ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক অধ্যাপক ফিরোজ মাহমুদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লালমোহন শাখার ব্যবস্থাপক ও শিল্পী জাহিন ইকবালের পিতা আল্লামা ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এস এম সফিউল্লাহ, লালমোহন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মো. বিন ইয়ামিন, দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন, এজেন্ট ব্যাংকিংয়ের দেশসেরা সফল উদ্যোক্তা আবদুল মান্নান।
অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী জাহিন ইকবাল সুললিত কণ্ঠে গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।