ভাণ্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হত্যার চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল করছে মুসল্লীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাজী বাড়ি নামক স্থানে গাজি বাড়ি জামে মসজিদর থেকে শুক্রবার (৩১অক্টোবর) জুমুআর নামাজের পরে স্থানীয় মুসল্লীরা সাকিরুল, মাহাবুব ও সিফাতকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার মামলার আসামি রফিকুল জোমাদ্দার, নজরুল জোমাদ্দার, শহিদুল জোমাদ্দার, সাইদুল জোমাদ্দার সহ তাদের সাথে থাকা অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গাজী বাড়ি মসজিদ থেকে বের হয়ে স্থানীয় বাংলাবাজার এ গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, আহত সাকিরুল এর বাবা মাকসুদুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আবুল হোসেন খান, হাফেজ মো: জাহিদুর রহমান,আব্দুল হাই হাওলাদার, মালেক সদাগর সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা সকল আসামিদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।
উল্লেখ্য গত মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে ছেলেকে দিয়ে গাছ থেকে সুপারি পাড়ানোর অপরাধে ছেলের বাবা ও চাচাদের হামলায় মাকসুদুর রহমানের ছেলে মো: সাকিরুল ইসলাম (১৮), মৃত আনসার আলীর ছেলে মাহবুবুর রহমান (২০), কামরুজ্জামান তালুকদারের ছেলে সিফাতউল্লাহ (১৭) কে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে রেখে যায় সন্ত্রাসীরা ।
পরে নিকটআত্নীয় ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তারা খুলনা ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।