সোমবার, মার্চ ১৭, ২০২৫
vola
vola

লালমোহনে ১৫ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের দিনারেরপুল সংলগ্ন বেতুয়াখালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জনসম্মুখে আগুনে পুড়িয়ে ওইসব জাল ধ্বংস করা হয়। যার মধ্যে ২২টি রিং জাল এবং ১০টি বেহুন্দি জাল রয়েছে। এসব জালের বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন এবং সাইফুল ইসলাম সোহাগসহ মৎস্য দপ্তর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ ববিতে সিআরসি ফাউন্ডেশনের

ববি প্রতিনিধি সংবিধানে প্রত্যেক নাগরিকের সুযোগ-সুবিধার সমতা নিশ্চিত করার কথা বলা হলেও শিশুদের বড় একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *