সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২নভেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, মাদক নির্মূলে কঠোর অবস্থানে থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সরাসরি মাঠে নামেন। যা স্থানীয় মাদকবিরোধী কার্যক্রমে এক নতুন গতি এনেছে। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাদক সেবন ও বিক্রয়ের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সুন্দরদী মহল্লার একটি মাদক আড্ডায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়।
তবে, জানা যায়, মাদক ব্যবসায় জড়িত আরও কয়েকজন ব্যক্তি অভিযানের আগ মুহূর্তে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, “আটক গোলাম মাহতাবের কাছ থেকে সরাসরি ইয়াবা না পাওয়া গেলেও তিনি ওই স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।”
অন্যদিকে, এ ঘটনা প্রসঙ্গে গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমি জানতে পেরেছি, মাদক সেবনকালে মাহতাবকে আটক করেছে পুলিশ। মাদক সেবন বা বিক্রি— কোনোটিই দল কখনোই প্রশ্রয় দেয় না। কেউ যদি দলের নাম ব্যবহার করে এমন অপকর্মে জড়িত থাকে, তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান-এর এই ধরনের সরাসরি ও কঠোর নেতৃত্বে অভিযান পরিচালনা মাদকবিরোধী কার্যক্রমে নতুন গতি আনবে। তারা আশা করছেন, ভবিষ্যতে মাদক প্রতিরোধে এটি একটি উদাহরণ হিসেবে কাজ করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।