শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মোঃ রাসেল হাওলাদার,
ইন্দুরকানী, (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, টিসিবির পন্য আটকে রাখার অভিযোগ অস্বীকার করে, বুধবার দুপুরে উপজেলার ৩নং বালিপাড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যবে প্যানেল চেয়ারম্যান, মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, গতকাল মঙ্গলবার বালিপাড়া ইউনিয়নের টিসিবির পণ্য বিতরনের নিয়োগ পাওয়ার ডিলার মেসার্স ইরা এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাই তার নির্ধারিতকার্ডধারী-৭৮০জন উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরন করার কথা ছিল, কিন্তু উপকারভোগীদের চাল, তৈল, চিনি, ডাল না দিয়ে সেখানে- ৬১৫ জনকে-৫ কেজি করে চাল দেওয়া হয়,ডিলার বাকি পণ্যগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করেনি,ওই পণ্যগুলো ইউনিয়ন পরিষদে অস্থায়ী কার্যালয়ে বাথরুমে লুকিয়ে রাখেন, বাথরুমে পণ্য রাখা নিয়ে আমাকে দায়ি করেন,ওই দিন বিকালে আমার কার্যালয়ে কালাম শিকদার, সোয়েব শিকদার, আলাউদ্দিন শিকদার ও খসরুল আলম প্রবেশ করে ভিডিও ছবি তুলে এবং আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন,আমি এ বিষয় কিছুই জানিনা,আমার বিরুদ্ধে টিসিবির মাল আটকিয়ে রাখার একটি মিথ্যা অভিযোগ তোলা হয়,আমি এই বিষয়ে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আঃ জলিল শেখ, মোঃ জামাল হোসেন মৃধা,মোঃ রিয়াজ বয়াতী, নাসির উদ্দিন সেন্টু, শিউলি পারভিন।

এবিষয় টিসিবির পণ্যের ডিলার মোঃ আব্দুল হাই জানান, আমি ইউএনও স্যারের মতামত না নিয়ে কোন কথা বলতে পারবো না ।

এবিষয় উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কালাম শিকদার বলেন, ডিলার আব্দুল হাই টিসিবির পণ্য বিতরনে অনিয়ম করায় স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে বাকবিতন্ডা হয়, এসময় আমি জানতে পেরে ঘটনা স্থলে আসলে দেখতে পাই টিসিবির পণ্য ভ্যানগাড়ীতে করে নিয়ে যায়,আমরা অনিয়মের বিষয়টি প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয়।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী তার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *