শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আসন্ন নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। রবিবার (৩নভেম্বর) সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত তালিকায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ ইব্রাহিম। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলের একজন সিনিয়র নেতা হিসেবে দীর্ঘদিন ধরে ভোলায় সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

ঘোষণার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বোরহানউদ্দিন ও দৌলতখানের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বলে জানা গেছে।
হাফেজ ইব্রাহিম সাংবাদিকদের বলেন,ভোলার মানুষ গণতন্ত্রপ্রিয়। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারা আবারও স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার ফিরিয়ে আনবে।

উল্লেখ্য, বিএনপির ঘোষিত তালিকায় দেশের বিভিন্ন জেলার ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও কিছু আসনে এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *