শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

কুয়াকাটায় সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত রক্ষা ও বেড়িবাঁধের সৌন্দর্য বর্ধনের লক্ষে কৃষ্ণচূড়া, সোনালু অর্জুনসহ ৬ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু করেছে কুয়াকাটা পৌরসভা। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অর্থায়ণে কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন, বিডি ক্লিন, রিও সহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বনবিভাগ মহিপুর রেঞ্জের সদস্যদের উপস্থিতিতে রোববার (১৩ জুলাই) সকাল ১০ টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ব্রাক প্রজেক্ট ম্যানেজার মো. কামাল হোসেন, বনবিভাগের কুয়াকাটা বিট কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম, রিও পরিচালক সাইদুর রহমান, বিডিক্লিন সমন্বয় আসাদুজ্জামান মিরাজ, ফটোগ্রাফার পরিচালক রাসেল শেখ প্রমুখ।
কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান প্রকৃতির অপরূপ সাজে কুয়াকাটা সাজবে এমন স্বপ্ন ছিলো আমাদের। আজ আজ পূর্ণতা পেয়েছে। আগামী কয়েক বছর পরে লাল আর সোনালীতে সাঁজের অপেক্ষায় কুয়াকাটাবাসী। আয়োজকরা জানান, আগামী ৪ বছর পরে বেরিবাঁধের সৌন্দর্য দেখতে পর্যটকরা কুয়াকাটা আসবে। কুয়াকাটার অন্যতম সৌন্দর্য মণ্ডিত স্থান হবে এই কৃষ্ণচূড়ার সৌন্দর্য।

আরো পড়ুন

জনগণের অধিকার বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ : ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *