শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত!

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশাল জেলার আগৈলঝাড়ায় জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির ৬ নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় তিনজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহতরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। হামলার খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হেমায়েত শিকদারকে গত সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতার করে। মঙ্গলবার আদালত থেকে জামিন পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। হেমায়েত শিকদার তাকে গ্রেফতারের পেছনে বিএনপি নেতা আ. মান্নান শেখ ও তার ভাই হান্নান শেখের হাত আছে বলে সন্দেহ করেন।

এই সন্দেহের জেরে গতকাল বুধবার সকাল ১১টায় পয়সারহাট বন্দরে হেমায়েত শিকদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল মহড়া দেয়। এরপর তারা জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য আ. মান্নান শেখের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে গালমন্দ করে তার ওপর হামলা চালায়। এই খবর শুনে তার ভাই ও ইউনিয়ন বিএনপির নেতা আ. হান্নান শেখ ঘটনাস্থলে এলে তার উপরও অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা এ সময় বাধা দিতে আসা বাকাল ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তানভীর শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অলিদ শিকদার, ওয়ার্ড বিএনপি কর্মী রুবেল শেখের ওপরও হামলা করে তাদের আহত করে। এছাড়াও, হামলাকারীরা পয়সারহাট বন্দরের ব্যবসায়ী ও যুবদল নেতা মো. বাবু খানকে পয়সারহাট স্কুলের সামনের ব্রিজের ওপর বসে গুরুতর আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবু খান, হান্নান শেখ ও রুবেল শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযুক্ত বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেমায়েত শিকদার সাংবাদিকদের বলেন, মারামারির সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। সে সময় কে বা কারা তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে, এতে তিনি আহত হন। বর্তমানে তিনি গোপালগঞ্জে চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, হামলায় আহত ব্যবসায়ী আ. মান্নান শেখ বলেন, বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেমায়েত শিকদারের নেতৃত্বে মহড়া দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। বাধা দিতে গেলে তার ভাইসহ আরও ৫ জনকে তারা আহত করে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, “ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্কিংয়ে জরিমানা
বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সার্বিক নির্দেশনায় বুধবার (৫ নভেম্বর, ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস।

অভিযানে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা, ব্রিজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন করেছেন এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। এই অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. আজিজ, মো. হাফেজ, মো. রফিকুল ইসলাম, মো. রিয়াজ এবং মো. বিল্লাল। তারা সবাই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় কেউ যেন রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা অটোরিকশাসহ অন্যান্য গাড়ি পার্কিং না করে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশ, টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *