শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
oplus_0

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদ পরিষ্কার – বরিশালে এম শাখাওয়াত হোসেন 

আরিফ আহমেদ বিশেষ প্রতিবেদক ।। 
বরিশালের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাল পুনরুদ্ধার, পোর্ট রোড এবং প্যাসেঞ্জার টার্মিনাল প্রজেক্টের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন নৌ পরিবহন ও পাট বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবঃ) এম শাখাওয়াত হোসেন। এসময় জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ পরিষ্কার। আমাদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সেখানে আমাদের কেনো ভূমিকা থাকবেনা বলে জানালেন এম শাখাওয়াত হোসেন।
১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে বরিশালের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নৌ ও পাটবস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জেল খাল ও লাকুটিয়া খাল পরিদর্শন করেন। বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে জেল খাল এবং জেলা প্রশাসনের উদ্যোগে লাকুটিয়া খাল পরিচ্ছন্নতার কাজ স্বচক্ষে দেখা শেষে তিনি পোর্ট রোড এবং স্টিমারঘাট এলাকায় চলমান প্যাসেঞ্জার টার্মিনাল কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এসময় সংশ্লিষ্ট প্রশাসনকে বেশকিছু বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
সবশেষে সার্কিট হাউজ মিলনায়তনে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। এখানে ব্রিফিং এ উপদেষ্টা ড. শাখাওয়াত হোসেন আরো বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন। যা প্রশংসনীয়। আমি খালগুলো ঘুরে দেখেছি। এই খালে একসময় বাণিজ্যিক নৌকা চলাচল করতো। আমার ছোটোবেলায় তা দেখেছি। এই নৌ চলাচল পুনরায় ফিরিয়ে আনা এবং খাল পার সংলগ্ন এলাকা ঘীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য বিআইডব্লিউটিএ যাবতীয় সহযোগিতা দেবে। পাশাপাশি আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও এ নিয়ে সুপারিশ করেছি।
তিনি বলেন, বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের সব উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও হিজলা মুলাদিতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আটশত কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে।
উপদেষ্টা বলেন, স্বল্পপরিসরে হলেও ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিকালে তিনি পুনরায় খালগুলো পরিদর্শন করবেন এবং বরিশাল  স্টেডিয়ামের অবস্থা দেখবেন। আগামী বিপিএল বরিশালে হবার সমূহ সম্ভাবনা রয়েছে দাবী করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর সাথে আলোচনা হয়েছে।

উপদেষ্টা ব্রিগেডিয়ার অব সাখাওয়াত হোসেন শনিবার ভোর ছটায় বরিশালে আসেন। জেল খাল পরিদর্শনের আগে তিনি বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং সড়ক ও জনপথ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফাসহ বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এসময় তার সাথে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *