শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মাওলানা আবদুল জব্বার

কাজল দে হিজলা প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হিজলা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

হিজলা উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনা টিভির হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ নুর নবী,সংবাদ সকালের জহির রায়হান,আনন্দ টিভির মনির মল্লিক,সত্য সংবাদের মামুন জমাদার,আজকের পত্রিকার মোঃ সেলিম বাড়ী,তৃতীয় মাত্রার মামুন তালুকদার,আমার দেশের ইয়ামিন মোল্লা,বাংলাদেশ বাণীর কাজল দে সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের বরিশাল-৪ আসনের মিডিয়া সেলের আহবায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, মাধ্যমিক শিক্ষক পরিষদের হিজলা উপজেলা সভাপতি মাস্টার আবদুল মোতালেব, হরিনাথপুর ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মোজাম্মেল হক ভুইয়্যা প্রমুখ।

মাওলানা আবদুল জব্বার তার আলোচনায় বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। আমরা রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে দেখি, ক্ষমতার নয়। বরিশাল-৪ আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে এই আসনের মানুষের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানকে কেন্দ্র করে জনগণের জীবনমান উন্নয়ন করবো তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট গড়ে তোলাই আমাদের স্বপ্ন।

সভা শেষে মাওলানা আবদুল জব্বার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতায় আমি মানুষের পাশে থাকতে চাই।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *