বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বিভাগীয় বইমেলায় নজর কেড়েছে ‘ বরিশাল সংস্কৃতি কেন্দ্র’র স্টল

নিজস্ব প্রতিবেদক // সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসন, বরিশালের ব্যবস্থাপনায় ৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হয়েছে বরিশাল বিভাগীয় বইমেলা।

বেলস পার্ক মাঠে এ মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকাশনী ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শতাধিক স্টল রয়েছে।  এছাড়াও প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিন, মেডিকেল টিম, মিডিয়া কর্মী ও কবি-সাহিত্যিকদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে শত স্টলের মাঝে দর্শক পাঠকদের নজর কেড়েছে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টল। এখানে পাঠকদের ভীড়ও বেশি দেখা গেছে। বই প্রেমিরা বলছেন, সংস্কৃতি কেন্দ্রের স্টলটিতে রয়েছে হরেক রকম কালেকশন। তাছাড়া শহীদ ওসমান হাদী, শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা ও বাংলাদেশপন্থী কবি সাহিত্যিকদের নানা গ্রাফিতি, ছবি ও কবিতার লাইন দিয়ে সাজানো হয়েছে স্টলটি। রয়েছে বর্ণিল আলোকসজ্জা। বিখ্যাত লেখকদের বইয়ের পাশাপাশি রয়েছে বরিশালের জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি, জাতীয় মাসিক পত্রিকা- কিশোর কন্ঠ, মনন, শতাব্দী, ফুলকুঁড়ি, সাম্প্রতিক বিশ্বসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকাশনা। তাছাড়া বরিশাল বিভাগের উপর লেখা বেশ কিছু গবেষণা গ্রন্থ ও ইসলামী বইয়ের সমাহারও দেখা গেছে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের স্টলে।

উল্লখ্য, গত ৩০ ডিসেম্বর এই মেলার উদ্বোধন করা হয়।

৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে ‘বাংলা সাহিত্যের একাল-সেকাল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী ৭ জানুয়ারী বুধবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে বরিশাল বিভাগীয় বই মেলার সমাপ্তি হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *