শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করবো, কিন্তু ঘি লাগবেই: জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের

বাংলাদেশ বানী ডেস্ক

গণভোট নিয়ে সরকারের চালাকি আমরা বুঝি। আমরা গণতান্ত্রিক আন্দোলনে রয়েছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো। কিন্তু ঘি আমাদের লাগবেই। এই সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পল্টনে জামায়তসহ ৮ দলের সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গণভোট নির্বাচনের আগেই হতে হবে। তফসিল ঘোষণার পরও গণভোট আয়োজনে আইনি বাধা নেই। সময়ক্ষেপণ করলে নতুনভাবে সময় বের হবে। চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেকদিন একটি করে গণভোট আয়োজন সম্ভব। গণভোটের আয়োজন হলে টাকার অভাব হবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে। ১১ নভেম্বর ৮টি দল নিয়ে ঢাকায় মহাসমাবেশ হবে। এই মহাসমানেশের আগাই ৫ দফা দাবি মেন নিন। জুলাই আন্দোলনের গনআকাঙ্ক্ষা প্রতি সম্মান জানান। অন্যথায় ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে।

আরো পড়ুন

অনেক দলের শাসন দেখেছেন, এবার ইসলামের শাসন দেখুন: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলের শাসন দেখেছেন। এবার একবার ইসলামের শাসন দেখার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *