শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সিকে প্রকাশ্যে ‘শয়তান’ বললেন ট্রাম্প

বাংলাদেশ বানী ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সিকে প্রকাশ্যে ‘শয়তান’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে প্রকাশ্যে ‘শয়তান’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে, সাবেক হাউজ স্পিকারের কংগ্রেস থেকে অবসর নেয়ার খবর শুনে এমন মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ন্যান্সি পেলোসি একজন শয়তান নারী। তার অবসরে যাওয়ার খবর শুনে আমি খুবই আনন্দ পেয়েছি। দেশের উপর একরকম বোঝা ছিলেন তিনি। অবসরে গিয়ে তিনি দেশেরও বিরাট সেবা করছেন।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি, তার খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমি মনে করি, তিনি ছিলেন অত্যন্ত খারাপ।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যান্সি পেলোসির সম্পর্কের তিক্ততা দীর্ঘদিনের, অনেকবার নানাভাবেই প্রকাশ পেয়েছে।

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণার মধ্য দিয়ে তার বহুমাত্রিক রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে যাচ্ছেন। বর্তমানে পেলোসির বয়স ৮৫ বছর।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *