বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
SARSINA
SARSINA

প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য পুণ্যের তথা নেক কাজের প্রচেষ্টা করা : ছারছীনার পীর

বাংলাদেশ বাণী ডেস্ক॥

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- একজন প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো পুণ্যের তথা নেক কাজের প্রচেষ্টা করা। পাপাচার ও অশ্লীলতাকে ঘৃণা করা। ভালো কাজের সুযোগ ও আগ্রহ থাকা মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ভালো ও পুণ্যের কাজে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন। নেক কাজ করতে হলে দরকার একটি পরিশুদ্ধ অন্তর যাকে বলা হয় ক্বলব। মানবদেহের প্রধান চালিকাশক্তি হলো অন্তর। তাকে যেদিকে পরিচালিত করে, তা সেদিকে পরিচালিত হয়। তাই আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ ভালো ও পুণ্যের কাজ করতে পারে না।

শুক্রবার ছারছীনা দরবার শরীফের ১৩৪ তম মাহফিলের প্রথম দিন বাদ জুমা হযরত পীর ছাহেব কেবলা লাখো লাখো মুসুল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলের প্রথম দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন- মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মাওলানা আবদুল গফফার কাসেমী প্রমূখ।

আগামীকাল মাহফিলের ২য় দিন। আগামী রবিবার বাদ জোহর তিনিদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

আরো পড়ুন

আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলের ‘টাইটেল স্পন্সর’ হলো ইসলামী ব্যাংক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক॥ বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *