শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিজলায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

কাজল দে হিজলা প্রতিনিধি।।

ঐতিহাসিক “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায়,হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার খু্ন্না বন্দর মন্টু স্মৃতি সংসদ দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র্যালী পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহমেদ হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব আমির বাঘা,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার ও সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭নভেম্বর এইদিনে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এই পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী বহুদলীয় জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।

এ ছাড়া এদিন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। এই ঘটনার আলোকে জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *