বুধবার, জুলাই ১৬, ২০২৫

ভোলায় দৈনিক বাংলাদেশ বাণীর ঈদ পুনর্মিলনী

রিয়াজ ফরাজি ।।

বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ভোলা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সংবাদকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ জুন ২০২৫) সকাল ১১টায় দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন এর সভাপতিত্বে কুঞ্জেরহাট বাজারে গোল্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ বাণীর উপদেষ্টা সম্পাদক সাখাওয়াত হোসাইন হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসাইন হাওলাদার বলেন, বাংলাদেশ বাণী এখন বরিশাল থেকে প্রকাশিত হচ্ছে আমরা চেষ্টা করছি আগামীতে কিভাবে দৈনিক বাংলাদেশ বানী পত্রিকাটিকে জাতীয়ভাবে প্রকাশ করা যায়। আমরা সকলের সহযোগিতায় ভিন্ন ধারার সাংবাদিকতা শুরু করতে চাই। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা মফস্বলে সাংবাদিকতা করেন অনেক প্রতিকুলতা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি সংবাদ প্রকাশ করেন এ জন্য আপনাদের কে ধন্যবাদ জানাই। আমরা চিন্তা করছি ‘বাংলাদেশ বাণী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ করার জন্য। যাতে আমাদের এই প্রতিষ্ঠানের কোনো সাংবাদিক কোন সমস্যায় পড়লে আমরা তাকে এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করবো। এসময় তিনি বাংলাদেশ বাণী পত্রিকাকে আরো ডিজিটালইজড করার ঘোষণা দেন।

দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক আযাদ আলাউদ্দীন তার স্বাগত বক্তব্যে বলেন, গত বছরের নভেম্বর থেকে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দায়িত্ব নেয়ার পর আমি চিন্তা করেছি কিভাবে এই পত্রিকাটিকে সামনে এগিয়ে নেয়া যায়, আপনাদের সমর্থন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাত মাসের ব্যবধানে এখন বরিশাল বিভাগে সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী। তিনি সাংবাদিকদের আরো জানান, বাংলাদেশ বাণীতে সত্য সংবাদ প্রকাশের পরও যদি কোনো প্রতিবেদকের নামে মামলা করা হয়, পত্রিকার পক্ষ থেকে তাকে পূর্নাঙ্গ আইনি সহায়তা করা হবে। একই সাথে সকল সাংবাদিকের জন্য ‘অনুসন্ধ্যানী সাংবাদিকতার প্রশিক্ষণ’র ব্যবস্থা করা হবে।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এম এম রহমানের সঞ্চালনায়  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেলালউদ্দিন মারুফ, ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য নাজিউর রহমান সোহেল, দ্যা বিজনেস স্টান্ডার্ড পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট সাখাওয়াত প্রিন্স,  দৈনিক বাংলা পত্রিকার ভোলা জেলা স্টাফ রিপোর্টার ইউসুফ হোসেন অনিক।

এছাড়াও বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বিশেষ প্রতিবেদক অধ্যাপক ফিরোজ মাহমুদ ও এরশাদ সোহেল, মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি রিপন শান, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহউদ্দিন সম্রাট, দৈনিক বাংলাদেশ বাণীর চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো. নূর উল্লাহ আরিফ, লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খান, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ইকরাম, ভোলা সদর উপজেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ নোমান, দৌলতখান উপজেলা প্রতিনিধি মাকসুদুর রহমান পাটোয়ারী, মনপুরা উপেজেলা প্রতিনিধি মো. মহিব্বুল্লাহ ইলিয়াছ, কুনজেরহাট প্রতিনিধি সিরাজুল ইসলাম, শশীভূষণ প্রতিনিধি কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক মো. মাকসুদুর রহমান, কামাল উদ্দিন তুহিন, মাহবুবুর রহমান প্রমুখ।

প্রতিনিধিরা তাদের বক্তব্যে দৈনিক বাংলাদেশ বাণীর মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

আরো পড়ুন

আমাদের এবারের টার্গেট সংসদ ভবন # বরিশালে নাহিদ ইসলাম

আযাদ আলাউদ্দীন ।। গত বছর এই মাসে সারাদেশের মতো বরিশালের ছাত্রজনতা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *