বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার অফিস উদ্বোধন

প্রতিনিধি সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দৈনিক ডেসটিনি পত্রিকা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় শহরের চৌমুহনীস্থ চাঁদনীঘাট রোডের উত্তরা মার্কেট ৩য় তলায় দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপকের সভাপতিত্বে প্রধান অতিথি দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ মহসিন অফিসের শুভ উদ্বোধন করেন।
দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডাঃ রাধাকান্ত দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডেসটিনি-২০০০ প্লাটিনাম এক্সিকিউটিভ বশির আহমেদ হাজারী, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক আলোকিত নিউজ জেলা প্রতিনিধি ডাঃ সৈয়দ কামরুজ্জামান, দৈনিক ভোরের পাতা পত্রিকা জেলা প্রতিনিধি ডাঃ হিমাচল দত্ত।
এসময় ডেসটিনি-২০০০ প্লাটিনাম এক্সিকিউটিভ নুরুল ইসলাম সারজুল, সিলভার এক্সিকিউটিভ পান্না কান্তি পাল, সিনিয়র ডিস্টিবিউটর নকুলেশ্বর দেবনাথ, সমাজকর্মী মনতোষ দাশ, সমাজকর্মী বিনয় কান্তি দেবনাথ, তাপস দেব, দিপক দাস, দৈনিক প্রভাতি বাংলাদেশ জেলা প্রতিনিধি আবুল কাশেম খান, মাসিক শ্রী গৌরবাণী প্রতিনিধি সুবীর তালুকদার, সাপ্তাহিক মুক্তকথা প্রতিনিধি প্রিয়াংকা পাল, চায়ের রাজরানী পত্রিকার সুখেন্দ্র কুমার দাশ সহ ডেসটিনি-২০০০ ডিস্টিবিউটরবৃন্দ এবং বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল

অনলাইন ডেস্ক // আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *