মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

মানবসম্পদই দেশের বড় সম্পদ -অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল সোমবার রুপাতলীর চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়, রুপাতলী জাগুয়া কলেজ, রুপাতলী জাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এ. করিম পলিটেকনিক কলেজ পরিদর্শন করে শিক্ষাখাতের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাতে অ্যাড. হেলাল শিক্ষার্থীদের পাঠদানের মান, অবকাঠামো জটিলতা, শিক্ষক সংকট, সরঞ্জাম ঘাটতি ও শিক্ষা পরিবেশ নিয়ে বিস্তারিত জানতে চান। পাশাপাশি শিক্ষকরা তার দল সম্পর্কে কী ভাবেন এবং শিক্ষাখাত নিয়ে তাদের প্রত্যাশা,সেটিও তিনি মনোযোগ দিয়ে শোনেন।

এসময় জাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যাকে সরাসরি পাওয়া যায়। কোনো প্রোটোকলের দরকার হবে না। আমরা ওমরের শাসন চাই, ন্যায়ের শাসন চাই,যেখানে সবাই নিরাপদ থাকবে।”

সকল প্রতিষ্ঠানের বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, “আমরা পানির নিচে, মাটির নিচে কিংবা বনে সম্পদ খুঁজি; অথচ দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। এই মানবসম্পদ তৈরি হয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, আর সেখানে বিনিয়োগই সবচেয়ে কম। শিক্ষা খাতকে উন্নত না করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে শিক্ষা খাতই হবে সবচেয়ে বেশি অগ্রাধিকার। মেধাবীরা আর বিদেশে পাড়ি জমাবে না, নিজ দেশের উন্নয়নেই কাজ করবে। শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষকরা কেনো বাড়িভাড়া বা জাতীয়করণের দাবিতে রাস্তায় নামবে? এটা বন্ধ করতে আমরা শক্ত ভূমিকা রাখবো।”

সাক্ষাত শেষে তিনি শিক্ষকদের সার্বিক সহযোগিতা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্থানীয় জনগণের দোয়া কামনা করেন।

আরো পড়ুন

বরিশালে ব্ল্যাকমেইল করতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক বরিশালে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক জনতার হাতে ধরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *