মো, মাকছুদুর রহমান পাটোয়ারী।।
দৌলতখান উপজেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। বর্তমান কমিটি গঠিত হয়েছে বহু বছর আগে, কিন্তু সভাপতির অসুস্থতা ও সাধারণ সম্পাদকের দীর্ঘদিন ঢাকায় অবস্থানের কারণে দলীয় কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের।
জানা যায়, কমিটি গঠনের সময় যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, সময়ের সাথে সাথে তারা অনেকেই বয়সজনিত ও শারীরিক অসুস্থতায় সক্রিয় থাকতে পারছেন না। অনেকে মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা।
অন্যদিকে, উপজেলা সাধারণ সম্পাদক দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় নিয়মিত কর্মসূচি, সংগঠনের সভা বা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা তৈরি হয়েছে। ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের কমিটি পুনর্গঠনের কাজও থেমে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তার কারণে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ, হতাশা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
একজন ওয়ার্ড পর্যায়ের প্রবীণ নেতা বলেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দলকে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত করতে হলে নিয়মিত কর্মসূচি দরকার। কিন্তু নেতৃত্ব নেই, দিকনির্দেশনা নেই আমরা মাঠপর্যায়ের কর্মীরা হতাশ।
আরেকজন যুবদল নেতার মন্তব্য সভাপতি অসুস্থ, সাধারণ সম্পাদক ঢাকায় আমরা কাকে অনুসরণ করব? নতুন কমিটির দাবি আমরা বহুবার জানিয়েছি।

তৃণমূলের অভিযোগ, গত কয়েক বছরে উপজেলা বিএনপি থেকে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক কর্মসূচি হয়নি, যার ফলে দলটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রভাব হারাচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, আমরা যারা এলাকায় আছি সাংগঠনিক কাজকর্ম গুছিয়ে রাখি কেউ একজন ঢাকা থেকে এসে আমাদের কষ্ট করা সাংগঠনিক কাজের সুফল ভোগ করবে এটা হতে পারে না। এখন নতুন কমিটি গঠন সময়ের দাবি।
তাদের ভাষায় দল বাঁচাতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে, আর সেটা সম্ভব নতুন কমিটির মাধ্যমেই।
তারা আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি অবগত আছেন। আশা করি খুব শিগগিরই সমাধান হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।