শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদীতে সেলিমা রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা 

মুলাদী প্রতিনিধি
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের নিন্ম মাধ্যমিক গার্লস স্কুল মাঠে আগামী ১ নভেম্বর জনসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সেলিমা রহমানের আগমন উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান।
২৪ অক্টোবর বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মুলাদী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের মাঝে তুলে ধরতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, বিএনপি নেতা শাজাহান বেপারী, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, লিটু হোসেন, উত্তর জেলা মহিলাদল সাধারণ সম্পাদক লিপি নাসরিন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ মোল্লা, বাবুল হাওলাদার, নাসির মোল্লা, শাজাহান উকিল, চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা রতন সরদার, উপজেলা মহিলাদল সাধারন সম্পাদক আফসানা মীম,
সহ-সাংগঠনিক শিল্পি, উপজেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম-আহবায়ক তারেকুল ইসলাম তারেক, পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, ছাত্রদল নেতা মাহমুদুল্লাহ রিয়াদ, বরিশাল উত্তর জেলা তরুন দল সদস্য সচিব জিহাদ মৃধাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *