মো: ওমর ফারুক সাবু , বামনা
সত্যের সঙ্গে প্রতিদিন’ এ প্রত্যেয়ে বরগুনার বামনা উপজেলায় নয়াদিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন হয়েছে। ২০০৪ সালে এই পত্রিকাটি যাত্রাশুরু করে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ লাখো পাঠকের আস্থা অর্জন করেছে।
বামনা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০ টায় পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক সদস আবু নাসের গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সকল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার, বাংলাদেশ জামায়েত ইসলামী বামনা উপজেলা আমীর সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন শরিফ, ইসলামি আন্দোলন এর উপজেলা সাধারণ সম্পাদক, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের আহবায়কসহ অন্যান্য নেত্রী বৃন্দ। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাভাপতি নাসির মোল্লা ও মাসুদ রানা ফয়সাল সহ বামনা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সার্বিক পরিচালনায় ছিলেন নয়দিগন্ত পত্রিকার বামনা প্রতিনিধি মো: জহিরুল আলম রুমি
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।