আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৩টিব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় গতকাল রোববার দুপুরে উপজেলার পয়সারহাট বাজারে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।
এসময় পয়সারহাট বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করার অপরাধে সিকদার
ফার্মাকে ৪ হাজার টাকা, বিসমিল্লাহ টেলিকমস ৬ হাজার টাকা ও মুন্না হাজরা অয়েল ট্রেডার্সকে
৮ হাজার টাকাসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময়
উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এসআই মো. মহসিন মিয়াসহ প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।