মাইদুল ইসলাম শফিক।।
বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কৃষক দল নেতা মরহুম আব্দুল লতিফের স্বরনে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১০নভেম্বর,সোমবার বিকেল ৩টায় উপজেলার করফাকর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মরহুম আব্দুল লতিফের স্বরনে এ শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মো: মহাসিন উল আলম, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুর খান, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান সালেহ প্রিন্স, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, ফারুক মল্লিক,পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার, সদস্য সচিব মিজানুর রহমান, সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ আহমেদ,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ হাওলাদার,সদস্য সচিব সোহাগ হাওলাদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সরফুদ্দিন আহমেদ সান্টু নিহত কৃষক দল নেতা আব্দুল লতিফের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোজ খবর নেন ও সমবেদনা জানিয়ে সবসময় ওই পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।