বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় টাইফয়েড টিকাদান-২০২৫ এর কো-অর্ডিনেশন সভা

বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন- ২০২৫ অগ্রগতি মূল্যায়নে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

১১নভেম্বর সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলাম মৃধার সভাপতিত্বে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ফখরুল ইসলাম মৃধা জানান ১২অক্টোবর-২০২৫ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়ে ১৩নভেম্বর-২০২৫ পর্যন্ত চলবে।বানারীপাড়া উপজেলায় মোট ৪৬হাজার ২৪৮জন ৯মাস থেকে ১৫বছর বয়সী শিশু টাইফয়েড টিকা গ্রহনের জন্য অনলাইনে আবেদন করেছে। তিনি আরো জানান টাইফয়েড টিকা নেওয়া প্রত্যেক শিশুর জন্য গুরুত্বপূর্ণ।

এ টিকা নেয়া শিশুরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়া থেকে কম ঝুঁকিতে থাকবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্বার্থ সারথি দেউরী প্রমূখ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *