বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন

মাইদুল ইসলাম শফিক।।

বরিশালের বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের ১৭সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ (২০২৫-২০২৭) এর কমিটি গঠন করা হয়েছে।

৬সেপ্টেম্বর সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা এনজিও পরিষদের কার্যালয় এনজিও প্রতিনিধি ও মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনাব সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কার্যকরী কমিটিতে জে এস ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাকির হোসেনকে সভাপতি এবং বানারীপাড়া ব্যবসায়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আগামী দুই বছর এই কমিটি বানারীপাড়া উপজেলা সমন্বয় পরিষদের নেতৃত্ব দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সহ-সভাপতি আবু হানিফ টিপু এরিয়া ম্যানেজার, কারিতাস, রেজাউল করিম বেল্লাল, জাকির হোসেন, ম্যানেজার কোডেক, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, এরিয়া ম্যানেজার নাগরিক উদ্যোগ, কোষাধাক্ষ আঃ রহিম সিকদার, ম্যানেজার ব্যুরো বাংলাদেশ, সাংগঠনিক সম্পাদক লিপি ঘরামী, প্রচার ও সম্পাদক বিলকিস খানম, নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান, আলোক শিখা, কানিস ফাতেমা, সুকন্ঠ সাধক, সজল কুমার রায়, মোঃ শহীদুল্লাহ, সজীব হোসেন, মোহাম্মদ আল-আমিন, প্রতিনিধি  সংগ্রাম প্রমুখ।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *