শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নলছিটিতে “উপকূল দিবস” ঘোষণার দাবিতে মানববন্ধন

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

নলছিটি উপজেলা উপকূল ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী ইউনিট আয়োজিত মানববন্ধনে বক্তারা ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো মানুষদের স্মরণে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে “উপকূল দিবস” ঘোষণা করার দাবি জানিয়েছেন।

১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।

উপকূলের মানুষ আজও জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন যাপন করছে।

মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে “উপকূল দিবস” ঘোষণা করার দাবি জানানো হয়।

নলছিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, “১৯৭০ সালের ১২ নভেম্বর ভোলা, নোয়াখালী, পটুয়াখালীসহ উপকূলজুড়ে ভয়াবহ মৃত্যুমিছিল ও ধ্বংসযজ্ঞ হয়েছিল। সেই রাত শুধু উপকূল নয়, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আজও উপকূলের মানুষ জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে লড়ছে। প্রায় পাঁচ কোটি মানুষ এসব দুর্যোগের মুখোমুখি। তাদের সংগ্রাম ও ত্যাগ স্মরণে রাখতে এই দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “উপকূল দিবস আমাদের ইতিহাস মনে করাবে এবং উপকূলের মানুষের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। তাই চলুন, আমরা সবাই একসাথে বলি—আজকের দিনটি হোক উপকূল দিবস।”

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *