সোলায়মান তুহিন।।
বরিশাল জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা, নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ এবং দোয়া অনুষ্ঠান।
সোমবার (১০নভেম্বর) বাদ আছর মাদরাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার-এই চার উপজেলার প্রায় ৩০টি মাদরাসার দুই শতাধিক কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। পবিত্র কুরআনের সুরে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা, যা পরিণত হয় এক মনোমুগ্ধকর মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ ইমারত হোসেন এবং মাদরাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলাম সঞ্চালনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, গৌরনদীর হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) হিফজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষা পরিচালক হাফেজ মো. আবরারুল হক, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন ও মাওলানা আবু মুসা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ হাফেজদের হাতে অতিথিবৃন্দ নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। সবশেষে, দেশের কল্যাণ ও উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।