শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‎সোলায়মান তুহিন।।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে সুজন গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

‎র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন সুজনের গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।
‎“সোচ্চার সুসংগঠিত জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুজনের উপজেলা সহ-সভাপতি ও প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হিরা, গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, গৌরনদী চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, সুজনের উপজেলা সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, পৌর সহসভাপতি ডা. মনীষ চন্দ্র বিশ্বাস, ডা. উত্তম কুমার দাস, পৌর সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চক্রবর্তী, সাবেক পৌর সাধারণ সম্পাদক বেলাল হাসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাফিজা আক্তার, সাংবাদিক লিটন খান, অরেফীন রিয়াদ, মোল্লা ফরুক হাসান, এইচ. এম. সুমন প্রমুখ।

‎সভায় সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম জহির বলেন, “সুজন শুরু থেকেই একটি আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের জন্য কাজ করে যাচ্ছে। আজকের তরুণ প্রজন্মকে আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশপ্রেম ও সততার মাধ্যমে সমাজ পরিবর্তনের অগ্রদূত হতে পারে। আমরা বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।”

‎অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সুজন সেই প্রচেষ্টার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *