শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে গৌরনদীতে সাংবাদিক সম্মেলন

‎সোলায়মান তুহিন, গৌরনদী
‎বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে গৌরনদীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গৌরনদীর টরকী বন্দরের বার্থী ভবনে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‎বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আবুল হোসেন মিয়া। ‎লিখিত বক্তব্যে তিনি বলেন, ‎“গত চার দশক ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। যতদিন বেঁচে থাকব, বিএনপির হয়েই কাজ করে যাব।

বরিশাল-১ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দলীয় মনোনয়ন পেয়েছেন। তাই আমার নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে এবং জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ।”

‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—‎জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন ও হারুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম ও তানিয়া আক্তার, টরকী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ বিএনপি নেতা অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী কালাম, সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *