শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
BABUGANJ
BABUGANJ

বাবুগঞ্জে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বাবুগঞ্জে এক বিএনপি নেতাকে হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি পেতে তার স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার বিকেলে বাবুগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিএনপি নেতা ও বালু ব্যবসায়ীর স্ত্রী মোহাম্মৎ সানজিদা আফরিন। তিনি জানান তার স্বামী শহীদ প্যাদা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাবেক ইউনিয়ন সভাপতি ও বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা। তিনি মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মনির হোসেনের বাবু মহলের ম্যানেজার হিসেবে চাকুরী করেন।

স্থানীয় একটি কুচক্রী মহলের ইশারায় বাবুগঞ্জ থানা পুলিশ, ওসি সাহেবের সাথে দেখা করার কথা বলে ডেকে নিয়ে যায়। এর কিছু সময়
পরে আগরপুর ইউনিয়নের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ আব্দুল মালেক সিকদারের নেতৃত্বে ২০/২৫ জন লোক এসে আমার স্বামীর ৫ টি ড্রেজার ও ৩ টি টলার ড্রেজারের কর্মচারীদের মারধর করে লুট করে নিয়ে যায়। আমার স্বামীকে বাবুগঞ্জ থানা পুলিশ ছেড়ে
না দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলায় আসামী করে জেল হাজতে প্রেরণ করে। তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন
কতৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো জানান তার স্বামীর নামে হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতির দাবী জানান।

আরো পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

রিয়াজ ফরাজি ।। ফিলিস্তিনে গনহত্যা ও হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *