বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

লালমোহনে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষা

আজিম উদ্দিন খান।।

সারাদেশ ব্যাপী একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর শনিবার ভোলার লালমোহন উপজেলার ৯টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের ৩৩৬জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩৩৬জন শিক্ষার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিয়েছে ।

সূত্রে জানা যায় এ বছর লালমোহনে নতুন কেন্দ্রে নয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরমধ্যে লালমোহন হা-মীম রেসিডেনসিয়াল একাডেমী ৮৬জন, ইসলামিক মডেল মাদরাসা ৬৪জন, লালমোহন মডেল একাডেমীর ৪০জন, লর্ডহার্ডিঞ্জ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ৫৭জন, রায় চাঁদ রেসিডেনসিয়াল মডেল স্কুলের ১৬জন, বাংলাবাজার মডেল একাডেমীর ১৬জন, সেকান্তরনগর একাডেমীর ৩৪ জন, মোতাছিনবিল্লাহ মডেল স্কুল অ্যান্ড মাদরাসার ১০ জন ও এ রব ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান ও হল সচিবের দায়িত্ব পালন করেন লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল একাডেমীর প্রাথমিক শাখার প্রধান ‌মনজুরুল ইসলাম।

হল সুপার আজিম উদ্দিন খান বলেন, এবছর লালমোহনে কেন্দ্রটি নতুন এনেছি। অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। শিশু শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই পরীক্ষার ধারা অব্যাহত থাকবে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম হল পরিদর্শন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শিশুদের এই মেধা বিকাশের প্রতিযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *