বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মহিপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করল শাহজালাল ইসলামী ব্যাংক

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর এক বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর দুঃখ-দুর্দশার এখনো অবসান হয়নি। ঘরহারা অনেক মানুষ আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমন পরিস্থিতিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ব্যাংকের নিজস্ব অর্থায়নে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান (১৪ পিস) করে ঢেউটিন বিতরণ করা হয়।
এ সহায়তা কার্যক্রমে ব্যাংকের খেপুপাড়া শাখার ম্যানেজার তৌহিদ আহমেদের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের ক্ষত এখনো উপকূলবাসীর হৃদয়ে দগদগে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা সমাজের এই বিপর্যস্ত মানুষদের জন্য কাজ করতে চাই। শাহজালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলেজের অধ্যক্ষ সনাতন বিশ্বাস, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও গত ৩১ মে আরও ২৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢেউটিন পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, ঘূর্ণিঝড়ে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। এই সহায়তা তাদের নতুন করে ঘর গড়তে সহায়ক হবে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *